প্রয়াণ দিবসে স্মরণে সিমোন দ্য বোভোয়ার

সিমন ১৯৮৬ সালের ১৪ এপ্রিল প্যারিসে ৭৮ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর সময় নারী অধিকারের সংগ্রামের অগ্রভাগে থাকা ব্যক্তিত্ব হিসেবে তাঁকে সম্মানিত করা হয়েছিল। কিন্তু শুধু নারীবাদী লেখক হিসেবে নয় সিমন পুরো পৃথিবীর মানুষের মনে বেঁচে আছেন একজন দার্শনিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী নারী হিসেবে।

by শাম্মা বিশ্বাস | 14 April, 2025 | 113 | Tags : Simone - de- Beauvoir- Died- April- Fourteen